বিনোদন প্রতিবেদক, ঢাকা
নব্বইয়ের দশকের শুরু থেকে গান লেখা ও সুর করছেন জিয়াউর রহমান জিয়া। ১৯৯৬ সালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠা করেন ব্যান্ড শিরোনামহীন। প্রতিষ্ঠার ২৭ বছরে ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ অনেক জনপ্রিয় গান। শিরোনামহীনের অধিকাংশ গানের কথা লিখেছেন ও সুর করেছেন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান। প্রয়োজনে গানের বিষয়ে অনেককেই সহযোগিতা করেছেন। তবে নিজের ক্যারিয়ারের ৩৩ বছরে অন্য কারও জন্য গান বাঁধেননি জিয়া।
এবার অন্য কারও জন্য গান বাঁধলেন জিয়া। মূলত বন্ধু কনক আদিত্যকে দেওয়া কথা রাখার জন্যই এমনটা করেছেন তিনি। যাঁরা গান ভালোবাসেন, তাঁরা নিশ্চয় চিনেছেন কনক আদিত্যকে। যিনি জলের গান ব্যান্ডের প্রতিষ্ঠাকালীন সদস্য। অনেক দিন হলো জলের গান ছেড়ে দিয়েছেন কনক। এবার জিয়ার কথা ও সুরে গাইবেন তিনি।
জিয়া বলেন, ‘বন্ধু কনক আদিত্যকে কথা দিয়েছিলাম একটা গান আমি করে দেব। বছর দশেক আগে ‘বৃষ্টিকাব্য’ নামের একটি গান করেছিলাম কনকের জন্য। বিভিন্ন কারণে শিরোনামহীন থেকেই রিলিজ হয়েছে বৃষ্টিকাব্য। এবার ১০ বছর পর দ্বিতীয় প্রচেষ্টা সফল হয়েছে।’
কনক আদিত্যর গানের সংখ্যা নিয়ে আক্ষেপ জানিয়ে জিয়া বলেন, ‘অসাধারণ কণ্ঠের কনক আদিত্যর ওপর আমার অনেক রাগ। তাঁর প্রকাশিত গানের সংখ্যা এত কম থাকবে কেন? আরও অনেক গান থাকা উচিত তাঁর। এমন সুন্দর কণ্ঠ সবার থাকে না।’
জিয়া-কনক জুটির গানের শিরোনাম ‘পারাপার’। গানটি প্রসঙ্গে জিয়া বলেন, ‘ভয়ানক নিঃসঙ্গ অনুভূতির গান পারাপার, নিজের ভেতরে হাহাকার আর আর্তচিৎকারের গান। সব কথা সবাই বলতে পারে না। ভেতরেই থেকে যায় বেদনার অনুভূতি। পারাপার মিলিয়ন মিলিয়ন ভিউ হওয়ার মতো গান নয়, কিন্তু গানটি কেউ একবার শুনলে দ্বিতীয়বার শোনার আগ্রহ প্রকাশ করবেন, সেখানেই আমাদের সার্থকতা।’
‘পারাপার’ গানটি শিগগির ইউটিউবে ও স্পটিফাইতে প্রকাশ পাবে বলে জানিয়েছেন জিয়া।