বিনোদন প্রতিবেদক, ঢাকা
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের হাতে উঠল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড বাংলা ২০২১। টানা তৃতীয়বারের মতো তিনি এই পুরস্কার পেলেন। পপুলার ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে বৃহস্পতিবার রাতে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অতনু ঘোষের ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয়ের জন্য এই স্বীকৃতি মিলল জয়া আহসানের।
জয়া আহসান বলেন, ‘ভালো লাগছে। ভেবেছিলাম দুইবার পেয়েছি এবার হয়তো পাব না। জাস্ট পার্টিসিপেট করার জন্য অনুষ্ঠানে গিয়েছিলাম। পুরস্কারটি পেয়ে খুব ভালো লাগছে। সহকর্মীরাও ভীষণ খুশি। আমি আসলে আশা করিনি পপুলার ক্যাটাগরিতে পেয়ে যাব। হ্যাটট্রিক হলো।’
জয়া যোগ করেন, ‘আমাদের সিনেমাটি তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেল। এছাড়া ‘‘ট্যাংরা ব্লুজ’’ সিনেমায় অভিনয়ের জন্য সামিউল আলম সহ-অভিনেতার পুরস্কার পেয়েছে। এটাও আমাদের সবার খুব ভালো লেগেছে। ছেলেটা একটা বস্তি থেকে উঠে এসেছে। এবার যেটা দেখলাম, পপুলার ক্যাটাগরিতেও শিল্পমানের জন্যই যেগুলো আলোচনায় এসেছে, সেগুলোকে এগিয়ে রেখেছে। সেটা খুবই ভালো লেগেছে। আমরা সব সময় যেভাবে ভাবি এগুলো সমালোচকদের খুশি করা সিনেমা, সেগুলোও এখন ধীরে ধীরে মেইন স্ট্রিমে চলে এসেছে।’
এ বছর ‘বিনিসুতোয়’ সিনেমায় অভিনয় করে দুটি বিভাগে মনোনয়ন পেয়েছিলেন জয়া। সেরা অভিনেত্রীর মনোনয়নের দৌড়ে জয়াকে লড়তে হয়েছে অপরাজিতা আঢ্য, কোয়েল মল্লিক, ঋতাভরী চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের সঙ্গে। এর আগে টালিউডের সিনেমা ‘বিজয়া’ ও ‘রবিবার’–এর জন্য ফিল্মফেয়ারে (বাংলা) সেরা অভিনেত্রীর পুরস্কার পান জয়া আহসান।
জয়া এখন অভিনয় করছেন সৌকর্য ঘোষালের ‘কালান্তর’ সিনেমায়। বঙ্গভঙ্গের উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমাটি। ‘কালান্তর’ নিয়ে জয়া আহসান বলেন, ‘কাজটা হাফ ডান ছিল, এ লটে সিনেমাটির কাজ শেষ হয়ে যাবে। ঝাড়খান্ডে সিনেমাটির শুটিং চলছে।’