কক্সবাজার প্রতিনিধি
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্রসৈকতে শুরু হয়েছে সাত দিনব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল।
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় সৈকতের তীরের সুগন্ধা পয়েন্ট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। উৎসব ঘিরে আনন্দের বাড়তি মাত্রা যোগ হয়েছে আগত পর্যটকদের মাঝে।
বিচ বাইক, ঘোড়ার গাড়ি, বাদক দল ও মোটর শোভাযাত্রা পর্যটন জোন ঘুরে লাবণী পয়েন্টে এসে শেষ হয়। বেলা ১১টায় বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়। লাবণী পয়েন্টের সৈকতের ফটকে সাম্পান আকৃতির মঞ্চ তৈরি করা হয়।
কক্সবাজারের জেলা প্রশাসক ও সৈকত ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. মামুনুর রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন চকরিয়া ও পেকুয়া আসনের সংসদ সদস্য জাফর আলম, মহেশখালী ও কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সদর ও রামুর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ। কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে পর্যটনসংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও পেশাজীবী নেতারা বক্তব্য দেন।
গতকাল শুরু হওয়া এই উৎসব চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এ উপলক্ষে পর্যটকদের জন্য থাকছে হোটেল-মোটেলে থাকাখাওয়ায় বিশেষ ছাড়। জেলা প্রশাসন শহরের হোটেল-মোটেল, গেস্টহাউস ও রিসোর্ট, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে বিশেষ ছাড় দিয়েছে।
মেলায় থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আগামী জীবনের প্রজন্মবিষয়ক রচনা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কৌতুক, বিচ ফুটবল, ক্রিকেটসহ কক্সবাজারের নানান ঐতিহ্য নিয়ে নাটক। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় সৈকতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশের খ্যাতনামা শিল্পীরা। মেলায় বসছে ২৩০টি স্টল। এতে স্থানীয় নানা পণ্য, পোশাক, জনপ্রিয় আচার, শুঁটকি, পিঠাসহ থাকবে হরেক রকমের আয়োজন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতকে তুলে ধরার জন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলাকালীন আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে দেওয়া হবে ২৫ ভাগ পর্যন্ত ছাড়। এ ছাড়া সৈকতের বিচ ছাতা, বিচ বাইক, ওয়াটার বাইক, প্যারা সাইক্লিংয়ে ছাড় দেওয়া হয়।