নানা আয়োজনে বিভিন্ন স্থানে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস। গতকাল শুক্রবার দিবসটি ঘিরে ওইসব স্থানে নারীদের জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এঁরা সবাই সমাজের বিভিন্ন স্তরে নারী জাগরণে অবদান রেখেছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: বেগম রোকেয়া দিবস উপলক্ষে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাগেরহাটে আলোচনা সভা হয়েছে। গতকাল সন্ধ্যায় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ঝিমি মন্ডলের সভাপতিত্বে সংস্থাটির জেলা কার্যালয়ে এ সভা হয়।
নড়াইল: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নড়াইল জেলা পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়িতাকে সম্মাননা দেওয়া হয়েছে। বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে গতকাল সকালে জেলা প্রশাসকের হলরুমে তাঁদের সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
খুলনা: খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান হয়েছে। গতকাল বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমান খান সভাপতিত্ব করেন।
মেহেরপুর: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনছুর আলম খান। সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নীলা হাফিয়া। পরে পাঁচ নারীর হাতে জয়িতার সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জীবননগর (চুয়াডাঙ্গা) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে জীবননগরে শোভাযাত্রা, আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকুনুজ্জামান।
শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে উপজেলা প্রশাসন, মহিলা সংস্থা এবং উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা হয়। ইউএনও মো. আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারসহ অনেকে উপস্থিত ছিলেন।
মহম্মদপুর (মাগুরা) : মহম্মদপুরে তিন নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগ উপজেলা হলরুম গতকাল সকালে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও রামানন্দ পাল।
শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকেলে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও কমলেশ মজুমদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আওয়াল।