Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

কিবোর্ডে কাজ করলে নখ ছোট রাখুন

আজকের পত্রিকা ডেস্ক

কিবোর্ডে কাজ করলে নখ ছোট রাখুন

প্রশ্ন: আমার বয়স ১৬ বছর। ত্বক তৈলাক্ত। মুখে পন্ডস পাউডার ও স্নো ছাড়া তেমন কিছুই ব্যবহার করি না। মুখে ব্রণ ও ব্রণের কালো দাগ আছে। এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় কী?

মো. কিনু মিয়া

আপনার ব্যবহার করা কসমেটিকস মাসখানেক বন্ধ করে দেখবেন উপকার হচ্ছে কি না। পাউডার ব্যবহার করলে রাতে ঘুমানোর আগে অবশ্যই ফেসওয়াশ ব্যবহারের আগে মেকআপ রিমুভার দিয়ে পরিষ্কার করে নেবেন। বায়োহাইড্রা ট্রিটমেন্ট ফর একনে সার্ভিসটি নিলে ভালো উপকার পাবেন।

প্রশ্ন: আমার নখ খুব পাতলা। একটু বড় রাখতে চাই। কিবোর্ডে কাজ করতে হয় বলে নখের ক্ষতি হয় কি না, জানি না। কিছুদিন পরই কোনো না কোনো নখ ভেঙে যায়। নখ ভাঙার প্রবণতা কমাতে ঘরোয়া কী উপায় রয়েছে জানালে উপকৃত হব।

নাহিয়া নাহিদ, সিরাজগঞ্জ

কিবোর্ডে কাজ করলে নখ ছোট রাখাই ভালো। রাতে ঘুমাতে যাওয়ার আগে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। ক্লিনিক্যাল অয়েল ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না, বুঝতে অবশ্যই একজন প্রফেশনাল বিউটি এক্সপার্টের পরামর্শ নিতে হবে। 

প্রশ্ন: ত্বকের ময়লা কাটাতে ও কালচে ভাব দূর করতে কী কী ঘরোয়া প্যাক ব্যবহার করা যেতে পারে? আমার ত্বক একটু শুষ্ক ধাঁচের। কোন ধরনের সাবান ব্যবহার করলে ত্বক ভালো থাকবে?

দিলারা জাহান, নারায়ণগঞ্জ

শুষ্ক ত্বকে সাবানের পরিবর্তে ময়েশ্চারাইজারযুক্ত বডি ও ফেস ক্লিনজার ব্যবহার করুন। টক দই, ডালের বেসন, মধু ও কমলার রস মিশিয়ে প্যাক তৈরি করে নিয়মিত লাগান। সানব্লক ব্যবহার করাও জরুরি।

পরামর্শ দিয়েছেন:শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ