হোম > ছাপা সংস্করণ

সড়ক দুর্ঘটনায় আহত তরুণের মৃত্যু ঢাকায়

দেবিদ্বার প্রতিনিধি

দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় আহত কামরুল হাসান (১৮) মারা গেছেন। গত শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি উপজেলার বড়শালঘর ইউনিয়নের মো. আবুল বাসারের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বাবা মো. আবুল বাশার।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর দুপুর ১২টার দিকে দেবিদ্বার মহিলা কলেজের সামনে সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কামরুল হাসান। পরে তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ দিন চিকিৎসার পর গত শুক্রবার কামরুল হাসানের মৃত্যু হয়। কামরুল হাসান দেবিদ্বার সদর এলাকার স্কয়ার মেডিসিন কর্নার নামের একটি ফার্মেসিতে কাজ করতেন। পাশাপাশি বড়শালঘর এ বি এম গোলাম মোস্তফা আদর্শ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্কয়ার মেডিসিন কর্নারের মালিক মো. আলম জানান, কামরুল হাসান গত ২৩ ডিসেম্বর কলেজ থেকে ফার্মেসিতে ফেরার পথে দেবিদ্বার মহিলা কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন