বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিজয়ের মাস ডিসেম্বরে মুক্তি পাবে ‘সুবর্ণভূমি’। সিনেমাটির কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাহিদ হোসেন। মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন সজল ও জান্নাতুল ফেরদৌস স্নিগ্ধা। সজল অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা কুদরত চরিত্রে, যিনি মূলত একজন লেখক। ‘সুবর্ণভূমি’ নামের একটি উপন্যাস লিখেছেন মুক্তিযুদ্ধের সময়ের ঘটনা নিয়ে। অন্যদিকে নূরী চরিত্রে অভিনয় করেছেন স্নিগ্ধা। প্রথমবারের মতো এমন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করে ভীষণ উচ্ছ্বসিত স্নিগ্ধা। পরিচালক জাহিদ জানান, সিনেমার সব কাজ শেষের দিকে। শিগগিরই সেনসর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাসেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা তাঁদের।
সজল বলেন, ‘৯ মাসের যুদ্ধে অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। তাই কোনো কাজের মাধ্যমে যদি আমাদের মহান মুক্তিযুদ্ধকে, মুক্তিযোদ্ধাদের সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা জানানো যায়, তাহলে সেই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না।’ স্নিগ্ধা বলেন, ‘সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করেছি। এটা আমার জন্য বড় পাওয়া। সজল ভাই গুণী শিল্পী। প্রতিমুহূর্তে সহযোগিতা করায় তাঁর প্রতিও আমি কৃতজ্ঞ।’