Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স: ১০ বিশেষজ্ঞ পদের ৭টিই ফাঁকা, বাকিরা আসেন সপ্তাহে এক দিন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্স: ১০ বিশেষজ্ঞ পদের ৭টিই ফাঁকা, বাকিরা আসেন সপ্তাহে এক দিন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ রয়েছে ১০টি। এর মধ্যে সাতটি পদ ফাঁকা এক যুগেরও বেশি সময় ধরে। আবার তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও সপ্তাহে এক দিনের বেশি তাঁরা কর্মস্থলে আসেন না। এতে দেখা যায়, পুরো মাসে তাঁদের দেখা মেলে তিন থেকে চার দিন। তাঁরা নিয়মিত কর্মস্থলে না আসায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। 

অভিযোগ ওঠা তিন বিশেষজ্ঞ চিকিৎসকেরা হলেন গাইনি কনসালট্যান্ট ডা. ইন্দ্রানী কর; নাক, কান ও গলা বিশেষজ্ঞ (ইএনটি) ডা. শরীফুল ইসলাম ও সার্জারি চিকিৎসক মশিউর রহমান। 

খোঁজ নিয়ে জানা গেছে, কর্মস্থলে নিয়মিত না এসেও বেতন-ভাতা ঠিকই তুলে নিচ্ছেন অভিযুক্ত চিকিৎসকেরা। সপ্তাহে এক দিন কর্মস্থলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে যান তাঁরা। স্বাস্থ্য কমপ্লেক্সে অনীহা থাকলেও ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে নিয়মিত প্রাইভেট চেম্বার করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। 

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থাকা স্বত্বেও রোগীদের প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে গিয়ে মোটা অঙ্কের ফি দিয়ে সেবা নিতে হচ্ছে। এতে নিম্ন আয়ের রোগীরা বিপাকে পড়েছেন। 

নাম প্রকাশ না শর্তে হাসপাতালের একজন সিনিয়র নার্স জানান, বিশেষজ্ঞ তিনজন চিকিৎসকের কেউ নিয়মিত কর্মস্থলে আসেন না। গাইনি বিভাগের ইন্দ্রানী কর শুধু প্রতি সপ্তাহে রোববার আসেন হাসপাতালে। ওই দিন দুপুরের পরই চলে যান উপজেলার আবেদ আলী প্রাইভেট হাসপাতালে। শুক্রবার চেম্বার করেন উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিমপাড়ার জাহানারা ক্লিনিকে। 

আর ইএনটি বিশেষজ্ঞ শফিকুল ইসলাম রুমেন আসেন প্রতি সপ্তাহের বুধবার। বাকি দিনগুলো তিনি হাসপাতালে আসেন না। এ ছাড়া সার্জারি চিকিৎসক মশিউর রহমান হাসপাতালে আসেন সপ্তাহের মঙ্গলবার। বাকি ছয় দিন কোথায় বসেন, তা হাসপাতালের কারও জানা নেই। 

সপ্তাহে মাত্র এক দিন কর্মস্থলে আসার বিষয়ে জানতে চাইলে ডা. শফিকুল ইসলাম রুমেন বলেন, ‘আমি যে মাপের ডাক্তার তাতে এখানে আমার পোষায় না।’ 

এ বিষয়ে কথা বলার জন্য হাসপাতালে গিয়েও কর্মরত বাকি দুজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎ মেলেনি। একপর্যায়ে গাইনি কনসালট্যান্ট ইন্দ্রানী করের ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া জানান, বিশেষজ্ঞ ওই তিন চিকিৎসককে নিয়মিত অফিস করার জন্য তাগিদ দিলেও তাঁদের কেউই তা আমলে নিচ্ছেন না।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ