Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

সংসদে রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংসদে রুমিন ফারহানা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি এবং ই-অরেঞ্জের কারণে যাঁরা প্রতারিত হয়েছেন, তাঁদের টাকা সরকারকে ফেরত দেওয়ার দাবি করেছেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, সরকারের গাফিলতির কারণে ইভ্যালি, ই-অরেঞ্জের মতো প্রতিষ্ঠান ব্যবসার নামে প্রতারণা করে হাজার কোটি টাকা লুট করেছে। যাঁরা টাকা দিয়ে প্রতারিত হয়েছেন, তাঁদের টাকা সরকারকে ফিরিয়ে দিতে হবে। পরে সরকার ওই সব প্রতিষ্ঠান থেকে টাকা আদায় করবে।

গতকাল বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, ইভ্যালি, ই-অরেঞ্জসহ অনেক ই-কমার্স ব্যবসা শুরু করার সময়ই বোঝা গিয়েছিল তারা প্রতারণা করবে। তারা অর্ধেক দামে পণ্য বিক্রির অফার দিয়েছিল। প্রচুর মানুষ বিনিয়োগ করেছে। এখন হাজার কোটি টাকা নিয়ে তারা আর পণ্য দিচ্ছে না। শুধু মানুষকে দোষ দিলে হবে না। এই প্রতিষ্ঠানগুলো গোপনে ব্যবসা করেনি।

বিএনপিদলীয় এই সংসদ সদস্য বলেন, যে পরিমাণ বিজ্ঞাপন দিয়ে তারা ব্যবসা করেছে, তাতে সরকারের নীতিনির্ধারকদের এটি না জানার কথা নয়। তারা ক্রিকেট দলের স্পনসর হয়েছিল। অন্য সবকিছু বাদ দিলেও প্রতিযোগিতা আইন অনুযায়ী এ ধরনের ব্যবসা চলতে পারে না। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

এক্সপাঞ্জের দাবি

অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে বিএনপিদলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ বলেন, তিনি তিনটি বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন। এর মধ্যে যদি সংসদীয় ভাষার মধ্যে কোনো ত্রুটি থাকে, দয়া করে আপনি আমাকে শিক্ষা দেবেন। কিন্তু ৪ সেপ্টেম্বর সংসদে সরকারদলীয় হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘এমপি হারুনের পরীমণির প্রতি আগ্রহ কী কারণে।’ তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) অধিকাংশ পত্রিকায় পরীমণির সংবাদ রয়েছে। তাঁকে বারবার কেন রিমান্ডে নেওয়া হয়েছে, এ জন্য দুই বিচারক হাইকোর্টে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশে এ ধরনের ঘটনা নজিরবিহীন। পরীক্ষা-নিরীক্ষা করে স্বপনের বক্তব্য এক্সপাঞ্জ করার দাবি জানান তিনি।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ