ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নড়াইলের লোহাগড়া উপজেলার ৪ নম্বর নোয়াগ্রাম ইউপির চেয়ারম্যান পদে স্বতন্ত্র (আনারস প্রতীক) প্রার্থী মো. জাহিদুল ইসলাম কালু।
গত রোববার সন্ধ্যা ৭টায় লোহাগড়া উপজেলার আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে শেখ আবুল বাশারের সভাপতিত্বে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে নৌকার প্রার্থীর সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী মো. জাহিদুল ইসলাম কালু।
এ সময় লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি একেএম ফয়জুল হক রোম, আওয়ামী লীগ নেতা বাবু পরিমল ঘোষ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সালেকিন বাচ্চা, মুনশি আকাইদ হোসেন লিটু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুল আলিম, শরিফ আলী আজগর, কাজী বোরহান উদ্দিন প্রমুখ।