Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোটার তালিকার সিডি দিতে অর্থ আদায়

জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি

ভোটার তালিকার সিডি দিতে অর্থ আদায়

জাজিরা উপজেলা নির্বাচন অফিসে ভোটার তালিকার সিডি দেওয়ার নামে উপজেলা নির্বাচন অফিসের কিছু কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে এই চিত্র দেখা যায়।

এ সময় জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জাকির হোসেনের পক্ষে তাঁর ভাই জামাল ব্যাপারী জাজিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভোটার তালিকার সিডি আনতে গেলে তাঁর কাছ থেকে এক হাজার টাকা রেখে তাঁকে ভোটার তালিকার সিডি দেওয়া হয়। কিন্তু প্রতিটি ভোটার তালিকার সিডির সরকারি ফি ৫০০ টাকা। যা প্রার্থী সোনালি ব্যাংকে জমা দিয়ে চালানের কপি দিয়ে সংগ্রহ করার কথা।

এ সময় টাকা রাখা রথিনাথকে জিজ্ঞেস করলে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এ ছাড়া তিনি বলেন, ‘নির্বাচনতো আর বারবার আসে না, তাই মিষ্টি খেতে বেশি করে রাখি আরকি।’

এ বিষয়ে জাজিরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম খানের কাছে জানতে চাইলে তিনি রাগান্বিত হন। তিনি বলেন, ‘আপনারা কি নির্বাচন করতে আসছেন, নাকি ঝামেলা করতে আসছেন?’ তিনি টাকা রাখা রথিনাথকে ধমক দিয়ে বলেন, ‘সবার কাছ থেকে বেশি টাকা রাখো কেন? এদের কাছে ১০-২০ টাকাও অনেক কিছু বোঝ না?’

বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক পর্যবেক্ষণ করেন। নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম খানকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করতে গেলে তিনি সংবাদকর্মীর সঙ্গেও বাজে ব্যবহার করেন। এ ছাড়া তিনি সংবাদকর্মীদের ধান্দাবাজ বলে আখ্যায়িত করেন। তিনি বলেন, ‘এরা ধান্দাবাজ, এদের আমার চেনা আছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, ‘আপনারা আপনাদের মতো করে অ্যাকশন (ব্যবস্থা) নিন। কেউ যদি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে থাকেন, তার দায়ভার প্রশাসন নেবে না।’

শরীয়তপুর জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘যে মঞ্জুরুল আলম খান সাহেবের আচরণে একটু সমস্যা আছে, আমি বিষয়টি নিয়ে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ