সাতক্ষীরা প্রতিনিধি
বিজয়ের সুবর্ণজয়ন্তীতেও সাতক্ষীরায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবহ গণকবর ও বধ্যভূমিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়নি। এর পরিপ্রেক্ষিতে সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ সংগ্রাম কমিটি প্রশাসন ও রাজনীতিবিদদের কাছে ‘ধরনা’ দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে।
গত রোববার বেলা ২টা থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের অফিসের সামনে এক ঘণ্টা দাঁড়িয়ে অবস্থান করেন সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ সংগ্রাম কমিটির নেতারা। কর্মসূচির অংশ হিসেবে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের কাছে নিয়মিত ‘ধরনা’ দেবে বীর মুক্তিযোদ্ধারা ও স্বপক্ষের লোকজন।
এ সময় বক্তারা বলেন, সরকারিভাবে সারা দেশে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিসৌধ নির্মাণ করা হলেও সাতক্ষীরায় শহীদের তালিকায় বিতর্কিত নাম থাকায় সে স্মৃতিসৌধ উদ্বোধন করা হয়নি। প্রতিবছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবস আসলে মুক্তিযোদ্ধা ও স্বপক্ষের লোকজন এ নিয়ে কথা বলা ও পত্রপত্রিকায় কিছু লেখালেখি হলেও দিবস দুটি চলে যাওয়ার পর এ সম্পর্কিত আর কোনো তৎপরতা দেখা যায় না। প্রশাসনের কর্মকর্তারা প্রতিশ্রুতি দেন। কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয় না। তাই এবার সাতক্ষীরা বধ্যভূমি সংরক্ষণ সংগ্রাম কমিটি প্রশাসন ও রাজনীতিবিদদের কাছে ‘ধরনা’ দেওয়ার কর্মসূচি
পরে তারা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সাক্ষাৎ পান। এ সময় সংগ্রাম কমিটির পক্ষ থেকে সার্বিক বিষয় জেলা প্রশাসককে অবহিত করা হয় এবং আগামী ২৫ মার্চ ২০২২ এর মধ্যে সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের দিনেশ কর্মকারের আদি ভিটায় অবস্থিত বধ্যভূমি সংরক্ষণ ও সেখানে স্মৃতিসৌধ নির্মাণের উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়।
একই সঙ্গে সাতক্ষীরা কালেক্টরেট চত্বরে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের নাম নিয়ে জটিলতা নিরসনের দাবি জানানো হয়। জেলা প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য শোনেন এবং আগামী স্বাধীনতা দিবসের পূর্বেই পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।