গজারিয়া প্রতিনিধি
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে ২ হাজার কেজি জাটকা জব্দ করেছে গজারিয়া নৌ পুলিশ। গত মঙ্গলবার রাতে গজারিয়া লঞ্চঘাটে একটি ট্রলার থেকে জাটকাগুলো জব্দ করা হয়।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুস সালাম বলেন, জাটকা বহনকারী ছয়জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে সাত দিন করে বিনা শ্রম কারাদণ্ড এবং তাঁদের মধ্যে তিনজনকে সঙ্গে পাঁচ হাজার টাকা করে আর্থিক জরিমানা করা হয়। জব্দকৃত জাটকা বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।