Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বটগাছ থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদরগঞ্জ প্রতিনিধি

বটগাছ থেকে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

বদরগঞ্জে বটগাছ থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বাংলারহাট মাদ্রাসাপাড়া গ্রামে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় লাশটি পাওয়া যায়। নিহত তরুণীর নাম মোসরেফা খাতুন (১৮)। তিনি ওই গ্রামের দিনমজুর মোকছেদুল হকের মেয়ে।

মোকছেদুলের দাবি, তাঁর মেয়ের মানসিক সমস্যা ছিল। এ কারণে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

ইউনিয়ন পরিষদের সদস্য হারুন খান জানান, মেয়েটির আগে দুটি বিয়ে হয়েছিল। তবে সংসার রক্ষা না হওয়ায় ছয় মাস আগে আরেক ছেলের সঙ্গে তাঁর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েটি স্বামীর বাড়িতে একবার গিয়েছিল।

মোসরেফার মা আতোয়ারা বেগম বলেন, তাঁর মেয়ে রাতে তাঁদের সঙ্গেই ছিলেন। সকালে তিনি ইটভাটায় কাজ করতে যান। পরে শোনেন মেয়ের লাশ গাছে ঝুলে আছে। আতোয়ারারও দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘মোসরেফার বাড়ি থেকে তিন শ গজ দূরে একটি গাছ থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে পাঠানো হয়েছে।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ