Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

২ দিনে শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি

সাতক্ষীরা প্রতিনিধি

২ দিনে শ্রমিক লীগের পাল্টাপাল্টি কমিটি

দুই দিনের ব্যবধানে জাতীয় শ্রমিক লীগের সাতক্ষীরা জেলার পাল্টাপাল্টি কমিটি গঠন হয়েছে। ২২ জানুয়ারি আব্দুল্লাহ সরদারের নেতৃত্বে সাতক্ষীরা জেলা কমিটির আত্মপ্রকাশ ঘটে। তবে টাকার বিনিময়ে ভুঁইফোড় ব্যক্তিদের কমিটিতে পদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে।

পরে ওই কমিটি বাতিল করে গত ২৪ জানুয়ারি পুরোনো কমিটিকে আবারও বহাল অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বাক্ষরিত এই কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সদ্য ঘোষিত কমিটির নেতারা।

জানা গেছে, সভাপতি সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেকের নেতৃত্বে জেলা শ্রমিক লীগের কমিটি সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিল। তবে এর মধ্যেই আব্দুল্লাহ সরদারকে আহ্বায়ক ও দুবাই প্রবাসী মাহমুদুল আলম বিবিসিকে সদস্যসচিব করে ৩৭ সদস্যের কমিটি ঘোষণা দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজম খসরু। ২২ জানুয়ারি ঘোষিত ওই কমিটি পরের দিনই সাতক্ষীরা শহরে একটি শোভাযাত্রা বের করে।

এদিকে ২৪ জানুয়ারি নতুন কমিটিকে বাতিল করে আগের পূর্ণাঙ্গ কমিটি বহাল রাখার অনুমোদন দেন কেন্দ্রীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান। পরে গতকাল বৃহস্পতিবার শহরে শোভাযাত্রাসহ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে সাবু-খালেক কমিটির নেতা-কর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল করিম সাবু বলেন, ‘সম্মেলনের প্রস্তুতির মধ্যেই আব্দুল্লাহ সরদারের নেতৃত্বে সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের কমিটির আত্মপ্রকাশ ঘটে। কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজম খসরু ১২ লাখ টাকা নিয়ে ভুয়া ব্যক্তিদের দিয়ে আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। পরে ২৪ জানুয়ারি পুরোনো কমিটিকে আবারও অনুমোদন দিতে বাধ্য হয় কেন্দ্রীয় কমিটি।’

তবে ঘুষের অভিযোগ অস্বীকার করে আহ্বায়ক কমিটির সদস্যসচিব মাহমুদুল আলম বিবিসি বলেন, কমিটিতে স্বাক্ষর করার একক ক্ষমতা কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের। অথচ সাইফুল করিম সাবুর নেতৃত্বাধীন কমিটিতে স্বাক্ষর রয়েছে কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি নুর কুতুব আলম মান্নান। সুতরাং সাবুর কমিটির বৈধতা নেই।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ