কয়েক দিন আগেই চিত্রনায়িকা পরীমণি জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের সিনেমায় কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। কথাবার্তাও চূড়ান্ত। সপ্তাহ না ঘুরতেই ওপার বাংলার সিনেমার বিস্তারিত সামনে আনলেন পরীমণি। গতকাল গণমাধ্যমে জানালেন সিনেমা, পরিচালক ও সহশিল্পীর নাম।
‘ফেলুবকশি’ নামের সিনেমা দিয়ে টালিউড-যাত্রা শুরু করছেন ঢাকাই সিনেমার পরীমণি। প্রথম সিনেমায় নায়ক হিসেবে পাচ্ছেন সোহম চক্রবর্তীকে। বানাবেন দেবরাজ সিনহা।
থ্রিলার ঘরানার এ সিনেমায় পরীমণির চরিত্রের নাম লাবণ্য। ২৬ মার্চ থেকে কলকাতার বিভিন্ন লোকেশনে শুরু হবে শুটিং। কলকাতার সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার বিষয়ে পরীমণি জানান, গত বছর আনন্দবাজার পত্রিকার সেরা বাংলাদেশি অভিনেত্রীর পুরস্কার নেওয়ার সময় টালিউডে অভিনয়ের ইচ্ছার কথা জানানোর পর থেকে প্রস্তাব আসা শুরু করে। ব্যাটে-বলে মিলে যাওয়ায় ফেলুবকশি সিনেমাকে বেছে নিয়েছেন তিনি।
এদিকে, সোহম চক্রবর্তী এখন শুটিং করছেন পথিকৃৎ বসুর ‘শাস্ত্রী’ সিনেমার। দেবারতি মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে তৈরি এই সিনেমায় জ্যোতিষচর্চা এবং বিজ্ঞানের দ্বৈরথকে তুলে ধরা হবে। এতে আরও আছেন মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, সৌরসেনী মৈত্র, শাশ্বত চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী প্রমুখ। শাস্ত্রী সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত আছেন সোহম।