চাঁদপুরের কচুয়ায় ২০টি ইয়াবাসহ মাহবুব হোসেন (২০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া লক্ষ্মীপুর এলাকায় তাঁকে আটক করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপপরিদর্শক (এসআই) তরুণ কান্তি দে সঙ্গীয় ফোর্সসহ কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের খাজুরিয়া
লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাশের শাহরাস্তি উপজেলার মোড়াগাঁও বড়বাড়ির মো. মাহবুব হোসেনকে তল্লাশি করে ২০টি ইয়াবাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।