হোম > ছাপা সংস্করণ

বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের বর্ণাঢ্য আয়োজনে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন হয়েছে। গতকাল শনিবার এ উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল বড় পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখানো, আনন্দ শোভাযাত্রা, সমাবেশ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে গতকাল সকাল থেকে আনন্দ মিছিল হয়েছে। আনন্দ মিছিলটি জেলা স্টেডিয়াম মাঠে সমাবেশে মিলিত হয়। পরে প্রধানমন্ত্রীর পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় দেখানো হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল।

সমাবেশ বক্তব্য দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম প্রমুখ।

রামগঞ্জ (লক্ষ্মীপুর) : পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গতকাল রামগঞ্জ থানা-পুলিশ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে। সকাল ১০টায় রামগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হকের সার্বিক তত্ত্বাবধানে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার শিউলি, রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বেলাল আহম্মেদ ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মাহাবুব খাঁন ফাহিম।

ফেনী: ফেনীতে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে গতকাল শনিবার দিনব্যাপী কর্মসূচি চলেছে। গতকাল সকাল ১০টায় প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান পৌরসভা প্রাঙ্গণে বড় পর্দায় সম্প্রচার করা হয়। জেলা পর্যায়ে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ফেনী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

পরশুরাম: জেলার পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। গতকাল পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে পরশুরাম বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ভাইস চেয়ারম্যান এনামুল করিম মজুমদার, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল প্রমুখ।

নোয়াখালী: নোয়াখালীতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে পদ্মা সেতুর উদ্বোধনী উদ্বোধনী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। গতকাল সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার, নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন প্রমুখ।

হাতিয়া: হাতিয়ায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সকালে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব মুর্শেদ, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রমুখ।

সেনবাগ: নোয়াখালীর সেনবাগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক বাহার উল্লাহ্ বাহার, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শওকত হোসেন কানন, পৌর মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জাকারিয়া আল মামুন, মিজানুর রহমান মিঠু উপস্থিত ছিলেন।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন