বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুর সীমান্তে সাপের বিষসহ রফিকুল ইসলাম বাবলু (৪০) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। আটক যুবক উপজেলার বিনাইল ইউনিয়নের হামলাকুড়ি গ্রামের বাসিন্দা।
বিরামপুর উপজেলা বিজিবি ক্যাম্পের হাবিলদার আলতা নুর রহমানের নেতৃত্বে গত সোমবার সকাল ১০টায় অভিযান চালিয়ে শিবপুর থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে থাকা ৪০০ গ্রাম সাপের বিষসহ একটি মোটরসাইকেল জব্দ করে বিজিবি।