Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

‘স্নায়ুযুদ্ধে’ এগিয়ে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক

‘স্নায়ুযুদ্ধে’ এগিয়ে আর্জেন্টিনা

৯০ মিনিটের মধ্যে ফল না হলে ১৫ মিনিট করে আরও ৩০ মিনিট। এরপরও যদি ফল না আসে তবেই টাইব্রেকার। ভাগ্য ও স্নায়ুর এই যুদ্ধে কখন যে কী হয় বলা কঠিন। কখনো দলের নির্ভরযোগ্য খেলোয়াড়টির শট উড়ে যায় গোলপোস্টের ওপর দিয়ে, কখনো শট ঠেকিয়ে নায়ক হয়ে ওঠেন গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপের নকআউট পর্বে এই স্নায়ুযুদ্ধ যেন আরও বেশি জমে উঠেছে।

সেমিফাইনালের আগ পর্যন্ত চারটি ম্যাচের ফল নির্ধারিত হয়েছে টাইব্রেকারে। এর মধ্যে দুটি দ্বিতীয় রাউন্ডে, দুটি কোয়ার্টার ফাইনালে। শেষ চার নিশ্চিত করা ফ্রান্স ছাড়া বাকি তিন দল—আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া ও মরক্কোর গোলরক্ষককে দিতে হয়েছে এই স্নায়ুর পরীক্ষা।

 জাপানের বিপক্ষে শেষ ষোলোয় এবং ব্রাজিলের বিপক্ষে শেষ আটে টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে জিতিয়ে রাতারাতি নায়ক বনে গেছেন গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। টাইব্রেকারে ছেড়ে কথা বলবেন কি এমিলিয়ানো মার্তিনেজও? নেদারল্যান্ডসের বিপক্ষে স্পট-কিকে প্রথম দুটি শট ঠেকিয়ে তিনিই তো আর্জেন্টিনার শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন।

বলা যায়, লুসাইল স্টেডিয়ামে আজ লড়াইটা মার্তিনেজ বনাম লিভাকোভিচেরও। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট জানাচ্ছে, কাতার বিশ্বকাপে যে চার দল শেষ চার নিশ্চিত করেছে তাদের মধ্যে টাইব্রেকারে সবচেয়ে ভালো রেকর্ড আর্জেন্টিনার। ১৯৯০ বিশ্বকাপ থেকে ছয়বার তাদের টাইব্রেকারে ফল নির্ধারিত হয়েছে। এর মধ্যে লা আলবিসেলেস্তেরা জিতেছে পাঁচবার। 

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ