উচ্চশিক্ষায় আধুনিক ও যুগোপযোগী ধারা অব্যাহত রাখতে পরিচালিত সার্টিফিকেট ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিটিএল) কোর্স ও অনলাইন শিক্ষায় অবদান রাখা মাস্টার ফ্যাসিলিটেটরদের মাঝে সনদ বিতরণ করেছে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষকের হাতে এই সনদ তুলে দেওয়া হয়। সেন্টার অব এক্সিলেন্স টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুর রাজ্জাক ও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের উচ্চশিক্ষা বিষয়ক প্রজেক্ট ম্যানেজার মো. দেলোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ প্রমুখ।