Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

পুলিশের বাধা ভেঙে মহিলা দলের বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি

পুলিশের বাধা ভেঙে মহিলা দলের বিক্ষোভ

পুলিশের ব্যারিকেড ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মহিলা দল। এ সময় পুলিশ কয়েক দফা মৃদু লাঠিপেটা করলে মহিলা দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বেলা ১১টার দিকে মিল্লাত চত্বর সড়ক থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মূল সড়কে ওঠার আগে পুলিশ আটকে দিতে চাইলে হট্টগোল শুরু হয়। এ সময় মহিলা দলের কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা মৃদু লাঠিপেটা করলেও মহিলা দলের কর্মীরা পুলিশের বাধা ভেঙে ভাঙ্গাব্রিজ এলাকায় সমাবেশ করেন।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশ হয়। প্রধান অতিথি জেলা বিএনপির সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা পুলিশের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে।’

সমাবেশে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহসভাপতি মারিয়াম আক্তার মনি, যুগ্ম সাধারণ সোনিয়া সিকদার শান্তা ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ।

এ সময় ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ