চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার চিংড়ি রেণু, একটি নৌকা, রেণু ধরার জালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে নৌ-পুলিশ। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। পরে চিংড়ি রেণু তৎক্ষণাৎ নদীতে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চল পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, হালদা নদীতে নিয়মিত অভিযান পরিচালনাকালে কালুরঘাট সেতু সংলগ্ন এলাকা এবং উত্তর মোহরা মন্দির এলাকার মোহনা তীরবর্তী নদী থেকে এসব চিংড়ি রেণু, একটি নৌকা, রেণু ধরার ঠেলা জাল, তিন পাতিলসহ আরও নানা সরঞ্জাম জব্দ করে।
এদিকে, হালদায় প্রজনন মৌসুমে এক শ্রেণির অসাধু ব্যক্তি অবৈধভাবে জাল দিয়ে চিংড়ি রেণু সংগ্রহ করতে বেপরোয়া হয়ে উঠেছে। তবে এ নিয়ে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশ সচেষ্ট থাকলেও মৎস্য অধিদপ্তরের কার্যকরী কোন পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ করেছে হালদা পাড়ের ডিম সংগ্রহকারীরা।