Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

এবার এভারেস্ট জয় আকি রহমানের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

এবার এভারেস্ট জয় আকি রহমানের

হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মাধ্যমে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান। গতকাল শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান। মাউন্ট এভারেস্টের শেরপারা (গাইড) আকি রহমানের ছোট ভাই জিয়াউর রহমানকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১১ এপ্রিল আকি রহমান মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে যুক্তরাজ্য থেকে নেপালের উদ্দেশে যাত্রা করেন। পরে ১৪ এপ্রিল তিনি এভারেস্টের ক্যাম্পে যোগ দেন। সেখানে তাঁর গাইডদের নির্দেশনা অনুযায়ী মিশন শুরু করেন এবং শুক্রবার হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন।

আখলাকুর রহমান আকি জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে। তিনি বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত।

পরিবার সূত্রে জানা গেছে, আকি রহমান এক এক করে ছোট বড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করেন। অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন। এরপর একে একে আরও বেশ কয়েকটি পর্বত জয় করেন।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ