Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: ডিআইজি

শেরপুর প্রতিনিধি

বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না: ডিআইজি

ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ব্যারিস্টার হারুন-অর-রশিদ বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কেন্দ্রে কাউকেই কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না। কেউ যদি কোনো কেন্দ্রে বিশৃঙ্খলা করার চেষ্টা করে, তাহলে কোনো ছাড় দেওয়া হবে না। আমাদের দায়িত্ব অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেটি বাস্তবায়নে যা যা করণীয় ইতিমধ্যে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সেসব নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে জেলা প্রশাসনের উদ্যোগে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুল রেজা বিশ্বাস। সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ ছাড়াও ময়মনসিংহ বিভাগের বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মো. মাহমুদুর রহমান, র‍্যাব-১৪ এর অধিনায়ক উইং কমান্ডার মো. রুকুনুজ্জামান, শেরপুরের পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক এ টি এম জিয়াউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী এবং ময়মনসিংহ আনসার ও ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক নূরে আলম সিদ্দিকী।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌসের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নালিতাবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ।

সভায় প্রার্থীরা ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ টিম বাড়ানোর দাবি জানান।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ