
মির্জাপুরে করোনাকালে বন্ধ হয়ে পড়া কিন্ডারগার্টেন আবার চালু ও সমস্যা কাটিয়ে ওঠা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এই সভা হয়। মির্জাপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আবুল কাশেম খান এতে সভাপতিত্ব করেন।
এ সময় অন্যান্যের মধ্যে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আর মজিদ, দপ্তর সম্পাদক লুৎফর রহমান কার্যনির্বাহী সদস্য মীর লুৎফর রহমান লাভু ও জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘ দেড় বছর বন্ধ থাকায় সৃষ্ট হওয়া সমস্যা তুলে ধরা হয়। এ ছাড়া আবার এসব প্রতিষ্ঠান চালু করা হলে কী ধরনের সমস্যা হবে তা নিয়েও আলোচনা হয়। সভায় সম্মিলিত প্রচেষ্টায় সমস্যা কাটিয়ে ওঠার বিষয়ে একমত পোষণ করা হয়। উপজেলার ১১০টি কিন্ডারগার্টেনের অধিকাংশের প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।