লালমনিরহাট প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে এই খেলা হয়।
রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ও লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিতব্য খেলাটি ১-১ গোলে ড্র হয়। এর আগে গত ১১ ডিসেম্বর রংপুর ভেন্যুতে দুই দলের মধ্যকার খেলায় রংপুর ৫-০ গোলে লালমনিরহাটকে হারায়।
হোম এবং অ্যাওয়ে দুটি খেলার ফলাফলের ভিত্তিতে রংপুর দল পুনঃ পয়েন্ট পেয়ে পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। খেলায় অন্যদের মধ্যে লালমনিরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইউনুস হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর হায়াত বকুল, জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক আনিছুর রহমান লাডলা, ডিএফএর সদস্য এরশাদ পলাশ, আনোয়ার হোসেন, আবুল কালাম বকুল, রংপুর ফুটবল দলের কোচ মিসকিন উপস্থিত ছিলেন।