নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মারা যান তিনি। তিনি সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।
আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন জানান, নাতাশা আইইডিসিআর প্রকাশিত ন্যাশনাল জার্নাল অব পাবলিক হেলথের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন।
টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ শুরু করেন এন কে নাতাশা। সবশেষ তিনি মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা ছিলেন।
চিকিৎসক মুশতাক হোসেন বলেন, তাঁর স্তন ক্যানসার শনাক্ত হয় ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন দেশে এবং বিদেশে। অস্ত্রোপচার হয় ২০২০ সালের ৮ মার্চ। গত বছরের সেপ্টেম্বরে আগের চেয়ে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন তিনি। খবর পড়াও শুরু করেন। কিন্তু ডিসেম্বরে তাঁর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। এর মধ্যেই বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক হয়। রাত সাড়ে তিনটায় তিনি স্কয়ার হাসপাতালে মারা যান।
ডা. নাতাশা ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছিলেন।