বদরগঞ্জের রাধানগর ইউনিয়নে স্কুলের এক কর্মচারীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সেই সঙ্গে তাঁর মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহত কর্মচারীর নাম মিনহাজুল হক (৩৬)। তিনি রাধানগর মণ্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী এবং মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে। আর বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মিনহাজুলকে দেখতে মধ্যরাতে হাসপাতালে যান।
মিনহাজুলের ভাতিজা মোসালিন হোসেন জানান, তাঁরা দুজন সন্ধ্যায় মোটরসাইকেলে করে তারাগঞ্জে যান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার দেখতে। পরে লালদীঘি পাঠানেরহাট বাজার হয়ে রাত সাড়ে ১১টার দিকে তাঁরা বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছে পৌঁছালে কালো কাপড় দিয়ে মুখ বাঁধা তিন-চারজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র হাতে নিয়ে পথ রোধ করে দাঁড়ায়। তাঁদের দেখে দুজন মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। তখন দুর্বৃত্তরা মিনহাজুলকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় আক্রান্তদের চিৎকারে গ্রামের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনিরুল ইসলাম জানান, মিনহাজুলের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সুস্থ হতে একটু সময় লাগবে।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর বলেন, ‘ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটেছে। কারণ রাস্তার ছিনতাইকারীদের কখনো মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার কথা নয়। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’