বলিউডের প্রথম সারির অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। ড্রামা হোক কিংবা কমেডি অথবা থ্রিলার, যেকোনো ঘরানার ছবিতেই নিজেকে ফুটিয়ে তুলতে নওয়াজের জুড়ি মেলা ভার। ‘সারফারোশ’ ছবিতে মিনিটখানেকের একটি চরিত্রে অভিনয় দিয়ে শুরু, বর্তমানে তিনি বলিউডের প্রথম সারির অন্যতম তারকা অভিনেতা।
চলতি বছর এই অভিনেতার জন্য হতে যাচ্ছে একটু বিশেষ। কারণ এই বছর আটটি ভিন্ন ঘরানার ছবিতে দেখা যাবে তাঁকে। অর্থাৎ এই বছর নওয়াজের আটটি ছবি মুক্তি পাচ্ছে। তালিকায় প্রথমেই রয়েছে ড্রামা সিনেমা ‘নো ল্যান্ডস ম্যান’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এই ছবিটি ইতিমধ্যে প্রশংসা কুড়াচ্ছে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে। বাংলাদেশ ছাড়াও ছবিটি নিয়ে প্রতীক্ষায় ভারতীয় দর্শক। তালিকায় দুই নম্বরে রয়েছে অলৌকিক গল্পের ছোঁয়া অর্থাৎ সুপার ন্যাচারাল থ্রিলার ‘অদ্ভুত’, তিন নম্বরে রয়েছে রোমান্টিক সিনেমা ‘টিকু ওয়েডস শিরু’। এরপর রয়েছে রোমান্টিক কমেডি ‘যোগিরা সারা রা রা’, ‘বলে চুড়িয়া’, ‘সঙ্গীন’, অ্যাকশন থ্রিলার ‘শুটআউট অ্যাট বাইকুল্লা’ এবং সবশেষে রয়েছে পুরোপুরি বলিউডি মসলা ছবি ‘হিরোপান্তি ২’।
এককথায় ২০২২ সাল নিজের ফিল্মি ক্যারিয়ারে ব্যস্ততম বছর হতে চলেছে নওয়াজের। তবে কোন ছবি বড় পর্দায় মুক্তি পাবে আর কোন ছবি ওটিটি প্ল্যাটফর্মে, তা নির্ধারিত হবে করোনা পরিস্থিতির ওপর।