ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে একসঙ্গে তিনটি সন্তানের জন্ম দেন বেদে সম্প্রদায়ের সীমা খাতুন (২৫)। গত শুক্রবার দুপুরে উপজেলার বারবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে দুটি কন্যাসন্তান ও একটি ছেলেসন্তান জন্ম দেন। সীমা খাতুন বারোবাজার বাদেডিহি গ্রামের আরমান হোসেনের স্ত্রী। বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছে।
এদিকে বেদে পরিবারে একসঙ্গে তিন সন্তান জন্মগ্রহণের খবর পেয়ে গতকাল শনিবার ওই প্রাইভেট ক্লিনিকে গিয়ে খোঁজখবর নেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন। এ সময় তিনি আর্থিক সহযোগিতা করেন এবং বাচ্চাদের খোঁজখবর নেন।
চিকিৎসক সাফিয়া আফরিন জানান, গত শুক্রবার সকাল ১০টার দিকে সীমা খাতুনের অপারেশনের মাধ্যমে দুইটি কন্যা সন্তান ও একটি ছেলে সন্তান ভূমিষ্ঠ হয়। বর্তমানে মা ও শিশুরা ভালো আছে। তবে শিশু তিনটির ওজন অনেক কম। শিশুদের নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া জেরিন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ও স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তিনি জানতে পারেন বেদে সম্প্রদায়ের একটি পরিবারে ৩টি শিশু ভূমিষ্ঠ হয়েছেন। খবর পেয়ে তিনি নিজে ওই ক্লিনিকে গিয়ে তাদের আর্থিক সহযোগিতা করেন। তিনি আরও জানান, এই পরিবারটির যদি নিজস্ব জমি বা ঘর না থাকে তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মিত বেদে পল্লিতে তাঁদের জন্য ঘর বরাদ্দ দেওয়া হবে, যদি তাঁরা নিতে চান।