Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

প্রাচ্যনাটের আগুন যাত্রা নাটকের পাঁচ প্রদর্শনী

বিনোদন প্রতিবেদক, ঢাকা

প্রাচ্যনাটের আগুন যাত্রা নাটকের পাঁচ প্রদর্শনী

মঞ্চনাটকের দল প্রাচ্যনাটের ৪১তম প্রযোজনা ‘আগুনযাত্রা’। ভারতীয় নাট্যকার মহেশ দাত্তানির লেখা ‘সেভেন স্টেপ অ্যারাউন্ড দ্য ফায়ার’ থেকে নাটকটি অনুবাদ করেছেন শহীদুল মামুন। রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন আজাদ আবুল কালাম। এ মাসেই দেখা যাবে আগুনযাত্রার পাঁচটি প্রদর্শনী।

রাজধানীর শিল্পকলা একাডেমিতে রয়েছে দুটি প্রদর্শনী—   ৯ জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে এবং ১২ জুলাই একই সময়ে শিল্পকলার পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাটকটি। এ ছাড়া ১৩ জুলাই সন্ধ্যা ৭টা এবং ১৪ জুলাই বিকেল ৫টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে দেখা যাবে নাটকের তিনটি শো।

আগুনযাত্রার গল্প গড়ে উঠেছে উমা নামে এক চরিত্রকে কেন্দ্র করে। উমার গবেষণার বিষয় হিজড়া বা রূপান্তরকামী মানুষ। এ গবেষণার সূত্র ধরে কমলা হিজড়ার হত্যাকাণ্ডের সূত্র খুঁজে পায় উমা। কমলাকে পুড়িয়ে মারা হয়েছে। তার এই হত্যাকাণ্ডের জন্য আনারকলি নামে আরেক হিজড়া হাজতবাস করছে। গবেষণা করতে গিয়ে উমা জড়িয়ে পড়ে এ সম্প্রদায়ের মানুষের সঙ্গে মায়া আর দায়িত্বের বন্ধনে। অনেক অজানা সত্য সে আবিষ্কার করে, সেই সঙ্গে কমলা হত্যাকাণ্ডের রহস্যও উদ্‌ঘাটিত হয়।

আগুনযাত্রা নাটকে অভিনয় করেছেন শা‌হেদ আলী, ফরহাদ হামিদ, সানজিদা প্রীতি, শার‌মিন আক্তার শর্মী, প্রদ্যুৎ কুমার ঘোষ, মো. আব্দুর র‌হিম খান, র‌কি খান, তান‌জি কুন, ডায়ানা ম্যার‌লিন, ফয়সাল সাদী, আহমেদ সাকি প্রমুখ। সংগীত পরিকল্পনায় রাহুল আনন্দ।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ