নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাবার খুব জ্বর করেছে। তুতুল দাঁড়িয়ে আছে ডাইনিং টেবিলের সামনে। মা স্যান্ডউইচ বানাচ্ছেন। একটা পাউরুটি রেখে মাঝখানে মুরগির পেটি আর লেটুসপাতা গুঁজে দিলেন। তার ওপর আরেকটি পাউরুটি দিয়ে ঢেকে দিলেন। ট্রেতে স্যান্ডউইচের প্লেট তোলার পর তুতুল বলল, ‘আম্মু, আমি একটু কাজ করব।’ মা ট্রেটা টেবিলের ওপর রাখলেন। তুতুল গোল করে কেটে রাখা এক টুকরো গাজর রাখল পাউরুটির ওপর মাঝ বরাবর। এটা বাবার নাক। শসা গোল করে কেটে ভেতরের মাংসল অংশ ফেলে দিতে বলল সে মাকে।
এবার দুই টুকরো রিং করা শসা বসাল চোখের জায়গায়। এটা বাবার চশমা। আর চোখ? মা জলপাই ছোট করে কেটে ফুড কালার দিয়ে কালো বানালেন। এবার এটা হলো চোখ।
হ্যাঁ, বাবা তো এমনই চশমা পরেন, গোল গোল। এবার লাল ক্যাপসিকাম ইংরেজি সি অক্ষরের মতো কেটে বানাল বাবার হাসি। এবার ট্রেটা হাতে তুলে তুতুল গেল বাবার ঘরে। তারপর কী হলো বলো তো?