জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জামালগঞ্জ থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মীর মোহাম্মদ আব্দুন নাসের।
গতকাল রোববার তিনি নতুন কর্মস্থলে যোগ দেন। এর আগে আব্দুন নাসের সুনামগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির ওসি হিসেবে কর্মরত ছিলেন।
পূর্বে তিনি জকিগঞ্জ থানা এবং সিলেট ডিবি পুলিশের ওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, মাদক ও ধর্ষণসহ সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে জামালগঞ্জ থানা-পুলিশ।