চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কারের সময় দুজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৭টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম গ্রামের দাসপাড়ার নিপেন দাসের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কল্যাণপুর গ্রামের আনসার প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম (৩০) ও ভবন মালিকের নাতি সাগর দাস (১৬)।
স্থানীয়রা জানান, আলমডাঙ্গা উপজেলার আনন্দধামের দাসপাড়ার নিপেন দাসের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন শরিফুল ইসলাম। শুক্রবার সকাল ৭টার দিকে সিঁড়ির তলায় অবস্থিত সেপটিক ট্যাংকের ভেতরের বাঁশ খুলে নিতে ট্যাংকে নামেন শরিফ। সঙ্গে সঙ্গেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে উদ্ধারের জন্য বাড়ির মালিক নিপেনের নাতি সাগর নিচে নামলে সেও অচেতন হয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আলমডাঙ্গা ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে সাব অফিসার মো. মোখলেছুর রহমানের নেতৃত্বে একদল কর্মী এসে অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদি মো. জিয়াউদ্দিন বলেন, ভবনের সেপটিক ট্যাংকে পড়ে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে দুজনের লাশ হস্তান্তর করা হয়েছে।