চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদ উদ্বোধনের সাত মাসেও অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। হস্তান্তরের আগেই মেঝে ও দেয়ালের বিভিন্ন স্থানে টাইলসে ফাটল দেখা দিয়েছে। এ জন্য হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ গণপূর্ত বিভাগের কাছ থেকে মসজিদটি গ্রহণ করছে না।
এ নিয়ে দুই দপ্তরের মধ্যে সাত মাস ধরে চিঠি চালাচালি চলছে। সরকারিভাবে নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটি কোনো উপকারে না আসায় স্থানীয় মুসল্লিরা ক্ষোভ প্রকাশ করেছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় প্রথম মডেল মসজিদ নির্মাণ করা হয় চুনারুঘাটে। চলতি বছরের ১০ জানুয়ারি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সঙ্গে এই মসজিদটিও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, মসজিদের মেঝের বিভিন্ন স্থানে টাইলস ফেটে গেছে। জানালার বেশ কয়েকটি গ্লাস ভাঙা, দেয়ালে ফাটল। এ ছাড়া আসবাবও এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তাহের বলেন, ‘মসজিদ উদ্বোধন হয়েছে অনেক আগে। প্রধানমন্ত্রী আমাদের এত সুন্দর একটি মসজিদ উপহার দিয়েছেন; কিন্তু এখন পর্যন্ত এক দিনও নামাজ পড়তে পারলাম না।
যদি এখানে নামাজই পড়তে না পারি, তা হলে মসজিদ আমাদের কী কাজে আসবে?’
বৃদ্ধ জলিল মিয়া বলেন, মসজিদের চার পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। জানালার গ্লাস ভেঙে গেছে।
হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘মসজিদটি হস্তান্তরের আগেই মেঝের টাইলস ও দেয়ালের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে। এ জন্য আমরা মসজিদটি গ্রহণ করছি না। আমরা গণপূর্ত বিভাগকে কয়েক দফা চিঠি দিয়েছি। তাঁরা এখন পর্যন্ত কোনো সমাধান দেননি।’
গণপূর্ত অধিদপ্তর, হবিগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহা. জাকির হোসেন বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে মার্বেল পাথরে সামান্য ফাটল দেখা দিয়েছে। এগুলো অচিরেই মেরামত করা হবে।