কাউনিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার চালক নিহত হয়েছেন। সেই সঙ্গে অটোতে থাকা এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার সকালে উপজেলার রাজেন্দ্র বাজার এলাকায় তিস্তা সড়ক সেতুর পাশে রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম মাসুদ রানা (১৮)। তিনি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ভীমশর্মা গ্রামের আফসার আলীর ছেলে। আহত মাছ ব্যবসায়ী বিমল চন্দ্র রাজারহাট সদরের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশাটি রাজারহাটের চায়না বাজার থেকে মাছ নিয়ে কাউনিয়ায় পাইকারি আড়তে যাচ্ছিল। পথে সকাল ৬টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালক মাসুদ ঘটনাস্থলে মারা যান।
স্থানীয় লোকজন আহত বিমলকে উদ্ধার করে প্রথমে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. মীর হোসেন জানায়, বিমলের একটি পা ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থান জখম হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রংপুরে পাঠানো হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান মাসুম বলেন, ঘনকুয়াশা এবং বেপরোয়া গতিতে ট্রাকটি চালনোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে মাসুদের লাশ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় পরিবারের লোকজনের মুচলেকা নিয়ে লাশ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।