লুৎফা বেগম
বিসিএস, ব্যাংক, শিক্ষক নিয়োগসহ অন্যান্য সরকারি-বেসরকারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য–
১. পদ্মা সেতুর নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাস উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৯ মার্চ, ২০২২।
২. ১৮ এপ্রিল ২০২২-এ পদ্মা সেতুর কততম স্প্যানে শেষ ল্যাম্পপোস্ট বসানো হয়? উত্তর: ৩৬তম।
৩. পদ্মার মূল সেতুর কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয় কবে?
উত্তর: ২৯ এপ্রিল, ২০২২।
৪. পদ্মা সেতু উদ্বোধন করা হবে কবে? উত্তর: ২৫ জুন, ২০২২।
৫. পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ কী কী সুবিধা পাবে?
উত্তর: গ্যাস-বিদ্যুৎ ও অপটিক্যাল ফাইবার লাইন পরিবহনের সুবিধা।
৬. যাতায়াতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি পদ্মা সেতু আর কোন বিশেষ ভূমিকা রাখবে?
উত্তর: উৎপাদন-আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা।
৭. পদ্মা সেতু এশিয়ান হাইওয়ে এ এইচ-১ এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে সংযুক্ত হওয়ায় এ সেতু চালু হলে বাংলাদেশের অভ্যন্তরীণ যাতায়াতব্যবস্থায় অতিরিক্ত আর কী সুযোগ সৃষ্টি হবে?
উত্তর: দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যাতায়াতব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তনের সুযোগ।
৮. পদ্মা সেতু চালু হলে প্রতিবছর দেশের GDP-এর হার বাড়বে কত?
উত্তর: ১.২৩%।
৯. পদ্মা সেতু চালু হলে প্রতিবছর দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমের GDP বাড়বে কত? উত্তর: ২.৩%
১০. পদ্মা সেতু চালু হলে দেশে দারিদ্র্য বিমোচনের হার বাড়বে কত?
উত্তর: ০.৮৪%
১১. পদ্মা বহুমুখী সেতুর ধরন কী?
উত্তর: দ্বিতল, ওপরে সড়ক এবং নিচে রেলপথ।
১২. পদ্মা বহুমুখী সেতুর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত জেলা তিনটির নাম কী?
উত্তর: মাওয়া, মুন্সিগঞ্জ; শিবচর, মাদারীপুর; ও জাজিরা, শরীয়তপুর।
১৩. পদ্মা বহুমুখী সেতুর দৈর্ঘ্য কত? উত্তর: ৬.১৫ কিমি (২০,১৭৭. ১৭ ফুট)।
১৪. পদ্মা বহুমুখী সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মি (৫৯.৩৮ ফুট)।
১৫. পদ্মা সংযোগ (ভায়াডাক্ট) সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৩.১৪৮ কিলোমিটার।
১৬. সংযোগ সড়কসহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত?
উত্তর: ৯.৩০ কিলোমিটার।
১৭. পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোডের দৈর্ঘ্য কত?
উত্তর: ১২.১১৭ কিলোমিটার।
১৮. নদীর পানি থেকে পদ্মা সেতুর উচ্চতা কত?
উত্তর: ১৮ মিটার (প্রায়)।
১৯. পদ্মা সেতুর আয়ুষ্কাল কত?
উত্তর: ১০০ বছর।
২০. পদ্মা সেতুর ভূমিকম্পের সহনীয় মাত্রা কত?
উত্তর: রিখটার স্কেলে ৯।
লুৎফা বেগম, সাবেক সিনিয়র শিক্ষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা।