হোম > ছাপা সংস্করণ

সারা দেশে মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের ৩ সিনেমা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আগামীকাল দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের তিনটি সিনেমা। সরকারি অনুদানের ‘দুঃসাহসী খোকা’ আর ‘বৃদ্ধাশ্রম’-এর সঙ্গে মুক্তি পাচ্ছে হলিউডের ‘দ্য ক্রিয়েটর’। 

দুঃসাহসী খোকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৈশোর জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘দুঃসাহসী খোকা’। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন মুশফিকুর রহমান গুলজার। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। আরও আছেন ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা, এলিনা শাম্মী, মাহমুদা মাহা প্রমুখ। 

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘অনেক যত্ন নিয়ে সিনেমাটি বানিয়েছি। অনেক প্রস্তুতি ছিল, গবেষণা ছিল। এখানে শিল্পী বাছাই থেকে শুরু করে সবকিছুতেই আমি সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বঙ্গবন্ধুর কিশোরবেলার এই গল্প দর্শককে আচ্ছন্ন করবে বলেই আমার বিশ্বাস।’

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে ফিল্ম আর্কাইভে হয়েছে সিনেমাটির প্রিমিয়ার শো। সেখানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে এবং সবাইকে বঙ্গবন্ধুর কিশোরবেলা সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।’ 

বৃদ্ধাশ্রম 
করোনার আগেই ‘বৃদ্ধাশ্রম’ সিনেমার নির্মাণকাজ শেষ করেছিলেন সংগীতশিল্পী এস ডি রুবেল। কয়েকবার পেছানোর পর অবশেষে আগামীকাল মুক্তি পাচ্ছে সিনেমাটি। মা-বাবার প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করছে না অনেক সন্তান। বয়স হলে মা-বাবাকে পাঠিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। শেষ জীবনে সন্তান-পরিজন ছাড়া কেমন কাটে মা-বাবার জীবন? এমন প্রেক্ষাপটেই তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম। এস ডি রুবেল পরিচালিত প্রথম সিনেমা এটি। এতে অভিনয়ও করেছেন তিনি। 

সিনেমা নিয়ে রুবেল বলেন, ‘অনেক দিনের ইচ্ছা ছিল বৃদ্ধাশ্রম নিয়ে সিনেমা বানাব। এতে গুরুত্বপূর্ণ কিছু সামাজিক বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। আমার বিশ্বাস সিনেমাটি দেখলে মা-বাবাকে নিয়ে সন্তানেরা নতুন করে ভাববেন, আরও সচেতন হবেন।’

সরকারি অনুদানের সিনেমা বৃদ্ধাশ্রমে এস ডি রুবেলের বিপরীতে আছেন ববি। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, প্রবীর মিত্র, আফজাল শরীফ, শম্পা রেজা, মাহমুদুল ইসলাম মিঠু, জাহানারা আহমেদ, দীপক কর্মকার, হাফিজুর রহমান সুরুজ প্রমুখ। 

দ্য ক্রিয়েটর 
সাম্প্রতিক সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই-এর বিকাশ মুগ্ধ ও আনন্দিত করার পাশাপাশি উদ্বিগ্নও করেছে অনেককে। স্বাস্থ‍্য, শহর ব‍্যবস্থাপনা, বিভিন্ন সেক্টরে মানব শ্রম প্রতিস্থাপন, সাইবার নিরাপত্তাসহ অনেক ক্ষেত্রেই এর ব‍্যাপক ব্যবহার শুরু হয়েছে।

 কৃত্রিম বুদ্ধিমত্তার বিপরীতে মানুষের টিকে থাকার যুদ্ধ নিয়ে নির্মিত হয়েছে হলিউড সিনেমা ‘দ্য ক্রিয়েটর’। ২৯ সেপ্টেম্বর সারা বিশ্বে মুক্তি পেতে যাচ্ছে হলিউড সিনেমা ‘দ্য ক্রিয়েটর’। আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। গ্যারেথ এডওয়ার্ডসের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডেভিড ওয়াশিংটন, জেম্মা চ্যান প্রমুখ। 

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন