হোম > ছাপা সংস্করণ

লীনা-শৈবালের হাত ধরে হিন্দি সিরিয়ালে অপরাজিতা

বিনোদন ডেস্ক

ভারতীয় বাংলা সিরিয়ালপ্রেমীদের কাছে পরিচিত এবং প্রিয় একটি ধারাবাহিক ছিল ‘জলনূপুর’। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখা চিত্রনাট্যে সিরিয়ালটি পরিচালনা করেছেন শৈবাল বন্দ্যোপাধ্যায়। স্টার জলসার এ ধারাবাহিকের বেশ কিছু চরিত্র জনপ্রিয় হয়েছিল, মন কেড়েছিল দর্শকের। এর মধ্যে অন্যতম অপরাজিতা আঢ্যের ‘পারি’ চরিত্রটি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রচারিত হওয়া জলনূপুর সিরিয়ালে পারি চরিত্রে অপরাজিতার অভিনয়ে মুগ্ধ হয়েছিল দর্শক। সিরিয়ালের প্রচার শেষ হওয়ার আট বছর পরও মানুষের স্মৃতির মণিকোঠায় রয়ে গেছে জলনূপুর, রয়ে গেছে পারি।

নতুন খবর হলো, লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় এবার তৈরি করছেন হিন্দি সিরিয়াল। কেমন হবে সিরিয়ালটি? জানা গেছে, ধারাবাহিকের গল্প লেখা হচ্ছে জলনূপুরের আদলে। চরিত্রগুলোও প্রায় কাছাকাছি। তাই স্বাভাবিকভাবেই থাকছে পারির মতো একটি চরিত্র। আর সেই চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব গেছে অপরাজিতা আঢ্যর কাছে। অপরাজিতাও নিরাশ করেননি নির্মাতাদের। তিনি বলেন, ‘হিন্দি সিরিয়ালে আমার বাড়তি কোনো আগ্রহ নেই। বেশ কিছু প্রস্তাবও ফিরিয়েছি। তবে লীনা ও শৈবাল জুটির কাজটি করতে আগ্রহী। তাদের তরফ থেকে আমার কাছে যেভাবে সময় চাওয়া হয়েছে, সেটি দিতে পারব বলে মনে হয়।’

ইতিমধ্যে প্রাথমিক কথাবার্তা শেষ হয়েছে। এখন বাকি চুক্তিপত্রে স্বাক্ষর। নতুন এ সিরিয়ালে বেশ কিছু বাঙালি চরিত্র থাকার কারণে অপরাজিতা ছাড়াও অভিনয়ের প্রস্তাব গেছে অনসূয়া মজুমদার, বিশ্বনাথ বসুর কাছে। তবে সিরিয়ালের নায়ক-নায়িকার চরিত্রে কারা থাকছেন, তা এখনো জানানো হয়নি।

শিগগির কলকাতায় সিরিয়ালটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। কলকাতায় দুদিন শুটিং শেষে ইউনিট চলে যাবে কাশ্মীরে। বাকি অংশের শুটিং হবে সেখানেই। 
সম্প্রতি ‘চিনি টু’ আর ‘বগলামামা যুগ যুগ জিয়ো’ সিনেমা দুটির কাজ শেষ করেছেন অপরাজিতা আঢ্য।

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ

সড়ক দুর্ঘটনায় ৬ প্রাণহানি

সেকশন