কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
আজ বৃহস্পতিবার রাতে পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস লীলা উৎসব ও গঙ্গা স্নান উদ্যাপিত হবে। এ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটায় চলছে ব্যাপক প্রস্তুতি।
আন্ধারমানিক নদীর তীরে অবস্থিত পৌর শহরের শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রম আঙিনা নতুন সাজে সাজানো হয়েছে। কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে রাসপূজা এবং গঙ্গাস্নানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাধামহেস্বরসহ ১৭ জোড়া যুগল প্রতিমা রঙ করা এবং আগত পুণ্যার্থীদের নিরাপত্তাসহ সকল আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম মন্দিরের অধ্যক্ষ ব্রহ্মচারী শিশির মহারাজ আজকের পত্রিকাকে জানান, পূর্ণিমা তিথিতে কুয়াকাটার সৈকতে স্নানের আগমুহূর্তে সনাতন ধর্মাবলম্বী অনেক মানতকারী মাথার চুল ন্যাড়া করা সহ প্রায়শ্চিত্ত ও পিণ্ডদান করেন।