চিত্রনায়িকা নিপুণ অভিযোগ করেছেন, তাঁকে হুমকি দেওয়া হয়েছে। গত সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে অজ্ঞাত কয়েকজন বনানী সুপার মার্কেটে তাঁকে হুমকি দেয় বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান দ্বন্দ্বের কারণে এই হুমকি পেয়েছেন বলে অভিযোগ নিপুণের।
গতকাল মঙ্গলবার বিএফডিসির শিল্পী সমিতির সামনে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন নিপুণ। ‘মামলা’ তোলার হুমকি পেয়ে বনানী থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে নিপুণ বলেন, ‘সোমবার সকাল ৮টায় আমি বাসা থেকে ফুল কেনার জন্য বনানী সুপার মার্কেটে যাই। গাড়ি থেকে নামার সময় কয়েকজন এগিয়ে আসেন। আমি তাঁদের ভিক্ষুক ভেবেছিলাম। পরে তাঁরা কাছে এসে মামলাটা তুলে নিতে বলেন। নইলে বিষয়টি ভালো হবে না বলেও হুমকি দেন। আমার মনে হয়, মামলা বলতে চলমান আদালতে যে আপিল, সেটার কথা বলেছেন। তাই আমি থানায় জিডি করেছি।’
সংবাদ সম্মেলনে নিপুণের পাশে ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকেই। নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নিপুণ।
নিপুণ বলেন, ‘ফুল বেঞ্চে যে শুনানি হয়েছে, তাতে দুটি রায় হয়েছে। একটিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। মানে আপিল বোর্ড অনুযায়ী আমি বৈধ সাধারণ সম্পাদক ও সেভাবেই শপথ নিয়েছি। এবং চেয়ারে বসেছি। পাশাপাশি স্থিতাবস্থা দিয়েছেন। মানে যে যেভাবে আছে, সেভাবেই থাকবে। অর্থাৎ যেহেতু আমি শপথ নিয়ে কার্যক্রম শুরু করেছিলাম, আমি আমার কাজ চালিয়ে যাব।’
অন্যদিকে, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা নিয়ে জারি করা রুল শুনানির জন্য ২২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের দেওয়া আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সেই সঙ্গে হাইকোর্টকে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করতে নির্দেশ দেন।