ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের তথ্য বিনিময়ে চট্টগ্রাম চেম্বারে খোলা হয়েছে সিসিসিআই-জাপান ডেস্ক। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এই ডেস্ক উদ্বোধন করেন। চট্টগ্রাম চেম্বার, জাপানের জেটরো ও জেবিসিসিআই’র যৌথ উদ্যোগে এই ডেস্ক স্থাপন করা হয়।
জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। কোভিড-১৯ মহামারি সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি খুবই স্থিতিশীল অবস্থায় রয়েছে। চলতি বছর জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় জাপানে বাংলাদেশের রপ্তানি ১৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। দ্রুত বর্ধমান অর্থনীতির কারণে বাংলাদেশ আগামী ৫ বছরের মধ্যে ৩ হাজার মার্কিন ডলার মাথাপিছু আয় অর্জন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহাবুবুল আলম, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি হায়াকাওয়া ইওহো, জেটরো কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইওজি আন্দো প্রমুখ।