Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

মঞ্চে ফিরছে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

মঞ্চে ফিরছে দেশ নাটকের ‘নিত্যপুরাণ’

দেশ নাটকের সাড়াজাগানো নাটক ‘নিত্যপুরাণ’। মহাভারতের একলব্য আখ্যান উপজীব্য করে রচিত হয়েছে নাটকটি। এক বছর পর আবারও মঞ্চে ফিরছে নিত্যপুরাণ। আগামীকাল ১৬ জুলাই রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে নাটকটির ১২৭তম মঞ্চায়ন।

মহাভারতের গুরুত্বপূর্ণ চরিত্র পঞ্চপাণ্ডব, দ্রৌপদী ও দ্রোণকে নিয়ে নতুন একটি আখ্যান রচনা করেছেন মাসুম রেজা। নিষাদরাজ হিরণ্যধনুর পুত্র একলব্যের কথা মহাভারতে প্রায় অনুল্লেখিত এবং ক্ষুদ্র একটি অংশ। কিন্তু নিম্নবর্ণের সন্তান একলব্য নিত্যপুরাণ নাটকের কেন্দ্রীয় চরিত্র। যুদ্ধবিদ্যা শিক্ষার জন্য দ্রোণাচার্যের কাছে গেলে নিচু জাত বলে একলব্যকে শিষ্য হিসেবে বরণ করেনি সে। দ্রোণাচার্যের শিষ্য অর্জুন ধনুর্বিদ্যায় একলব্যের কাছে পরাজিত হয়। অস্ত্র প্রতিযোগিতার শর্ত অনুসারে পঞ্চপাণ্ডব মৃত্যুর মুখোমুখি হয়। কিন্তু দ্রোণাচার্যের কুটিলতায় পঞ্চপাণ্ডবের জীবন বেঁচে যায়। মহাভারতের এই ক্ষুদ্র উপাখ্যানকে নাট্যরূপ দিয়েছেন লেখক। রচনার পাশাপাশি নাটকটির নির্দেশনাও দিয়েছেন মাসুম রেজা। ২০০১ সালে প্রথম মঞ্চে আসে নিত্যপুরাণ।

মাসুম রেজা বলেন, ‘একলব্য আখ্যান মহাভারতের অতি ক্ষুদ্র একটি অংশ। কিন্তু একলব্যের এই অতি ক্ষুদ্র মর্মগাথার যে অন্তর্গত সত্য ও শক্তি, তা মহাভারতের ব্যাপকতাকেও যেন ছাপিয়ে যায়। মহাভারত পাঠকালে একলব্যকে খুব কাছের চরিত্র মনে হয়েছে। মনে হয়েছে এ যেন আমি, এ যেন আমরা, সাধারণ মানুষ। একলব্যকে আমার দেখতে ইচ্ছা হয়েছে অন্যভাবে, পাণ্ডব কিংবা কৌরবদের চেয়েও কুশলী বীররূপে। এ নাটকে আমি সর্বতোভাবে সে চেষ্টাই করেছি।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ