Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

আইসিইউতে নির্মাতা ফারুকী, ৭২ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আইসিইউতে নির্মাতা ফারুকী, ৭২ ঘণ্টা থাকবেন পর্যবেক্ষণে

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এখন আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আগের চেয়ে ভালো আছেন বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠজনেরা।

২২ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় মোস্তফা সরয়ার ফারুকীকে। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর একটি মাইল্ড স্ট্রোক হয়েছে। এরপর নিউরো আইসিইউতে অবজারভেশনে রাখা হয় তাঁকে। রাত ১টার দিকে সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি শেয়ার করেন। তিনি লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললেন এনজিওগ্রাম করাতে। করা হলো। ওর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই ওর জন্য দোয়া করবেন।’

তিশা ও ফারুকীগতকাল মঙ্গলবার সন্ধ্যায় খোঁজ নিয়ে জানা গেছে, ফারুকী এখন শঙ্কামুক্ত। ওষুধেই সেরে উঠবেন তিনি। এ প্রসঙ্গে তিশা বলেন, ‘চিকিৎসকেরা জানিয়েছেন, অস্ত্রোপচার করতে হবে না। তবে পুরোপুরি সুস্থ হতে একটু সময় লাগবে। চিকিৎসকেরা এ-ও বলেছেন, ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখতে হবে। এরপর মস্তিষ্কের একটা সিটি স্ক্যান করা হবে। সিটি স্ক্যানের রিপোর্ট ভালো হলে বাসায় ফিরতে পারবেন ফারুকী।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ