মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি এখন আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে আগের চেয়ে ভালো আছেন বলে নিশ্চিত করেছেন তাঁর পরিবারের ঘনিষ্ঠজনেরা।
২২ জানুয়ারি সন্ধ্যায় অসুস্থ বোধ করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয় মোস্তফা সরয়ার ফারুকীকে। চিকিৎসক পরীক্ষা করে জানান, তাঁর একটি মাইল্ড স্ট্রোক হয়েছে। এরপর নিউরো আইসিইউতে অবজারভেশনে রাখা হয় তাঁকে। রাত ১টার দিকে সরয়ার ফারুকীর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি শেয়ার করেন। তিনি লেখেন, ‘আজ সন্ধ্যা থেকে ফারুকী একটু অসুস্থ। ডাক্তারের কাছে নিতেই বললেন এনজিওগ্রাম করাতে। করা হলো। ওর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। নিউরো আইসিইউতে অবজারভেশনে আছে এখন। সবাই ওর জন্য দোয়া করবেন।’