বিনোদন ডেস্ক
বন্দর নগরী চট্টগ্রামে চালু হলো স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে নতুন সিনেপ্লেক্সটির উদ্বোধন হলো গতকাল সন্ধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমণি দম্পতি। কেক কেটে সিনেপ্লেক্সটির উদ্বোধন করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও চট্টগ্রামের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন শো মোশন লিমিটেডের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল ও আমন্ত্রিত অতিথিরা।
আজ থেকে সিনেপ্লেক্সটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।