Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

বিরতির পর ফিরছেন রিচি

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিরতির পর ফিরছেন রিচি

অভিনয়ে ফিরছেন রিচি সোলায়মান। অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্রর একটি নাটকে অভিনয়ের মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে গল্প, চিত্রনাট্য ও প্রাথমিক অন্যান্য কাজ এগিয়েছে অনেক দূর। এরই মধ্যে নাটকের গল্প পড়ে নির্মাতাদের সঙ্গে শুটিং পরিকল্পনা করেছেন রিচি। সব ঠিক থাকলে এ মাসেই শুটিং শুরু করতে পারবেন তাঁরা।

অন্যদিকে, আগামী ৬ অক্টোবর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রিচির। ফিরবেন নভেম্বরের প্রথম সপ্তাহে। দেশে ফিরেই একটি ওয়েব কনটেন্টে কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে কৌশলগত কারণে এখনই সেই কাজের বিস্তারিত জানাতে পারছেন না।

নতুন নাটক প্রসঙ্গে রিচি বলেন, ‘রানা ও সুব্রতর সঙ্গে আগেও কাজ করেছি। তাঁরা এসে আমাকে গল্পটা শুনিয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। রানা আমাকে আগেই বলেছিলেন, গল্পটা আমাকে ভেবে লেখা। আমিও গল্প শুনে বুঝতে পারলাম, আসলেই গল্পটা আমাকে ভেবে লেখা। আমার মনে হয়েছে এমন একটা কাজ দিয়েই অভিনয়ে বিরতি ভাঙা যেতে পারে।’

অমিতাভ আহমেদ রানা বলেন, ‘গল্পটা রিচির পছন্দ হওয়ায় আমি ও সুব্রত শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি তাঁকে নিয়ে আমাদের প্রথম কাজ ভালোভাবে শেষ হবে। চয়নিকা চৌধুরীর অনেক নাটকে রিচি অভিনয় করেছেন, যেখানে আমরা পরিচালকের সহকারী হিসেবে কাজ করেছি। এবারই প্রথম আমাদের পূর্ণ নির্দেশনায় কাজ করবেন রিচি। তাই কাজটা আমাদের কাছেও বিশেষ কিছু।’

বছরের একটা সময় যুক্তরাষ্ট্রে কাটাতে হয় রিচির। বাকি সময়টা থাকেন দেশে। দুই সন্তান বড় হয়েছে। তাদের পড়াশোনা আর সাংসারিক নানা কাজে সময় পেরিয়ে যায়। তবে নিজেকে খানিকটা গুছিয়ে আবারও শুটিং শুরুর পরিকল্পনা করছেন বলে জানালেন রিচি।

এ প্রসঙ্গে রিচি বলেন, ‘সংসারে সময় দিতেই বিরতি নিয়েছিলাম। আবার শুটিং শুরুর পরিকল্পনা করছি। ভালো নির্দেশক আর ভালো গল্প হলে অবশ্যই অভিনয় করব। অনেকের ধারণা আমি যুক্তরাষ্ট্রে থাকি। এটা ভুল। বছরের কিছু সময় যুক্তরাষ্ট্রে থাকলেও বেশির ভাগ সময়ই আমি দেশে থাকি। অভিনয়শিল্পী হিসেবে অভিনয়ের তেষ্টা তো সব সময়ই থাকে। তাই সময় সুযোগ হলে আবারও নিয়মিত অভিনয় করতে চাই।’

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ