Ajker Patrika
হোম > ছাপা সংস্করণ

ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

জকিগঞ্জ প্রতিনিধি

ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি

জকিগঞ্জ উপজেলার ইউপি নির্বাচন আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর মধ্যেই কসকনকপুর ইউনিয়নের মৌলভীচক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থানান্তরের দাবি জানিয়েছেন কয়েক প্রার্থী।

প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ। নির্মাণসামগ্রী ফেলে রাখা হয়েছে বিদ্যালয়ের মাঠেই। সেখানে ঠিকমতো চলাচলই করা যায় না। এ অবস্থায় ওই কেন্দ্রে ভোট গ্রহণ সম্ভব নয় উল্লেখ করে কেন্দ্রটি স্থানান্তরের আবেদন করেছেন তাঁরা।

চেয়ারম্যান প্রার্থী আলতাফ হোসেন লস্কর, সদস্য প্রার্থী আব্দুল হাসিম, জয়নাল আবেদীন ও আবু ইউসুফ মো. তাজুল ২৩ ডিসেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর এই আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের মাঠে ৩০ / ৪০ ফুট লম্বা বহু পিলার ও নির্মাণসামগ্রী থাকায় এখানে ভোট গ্রহণ করা অসম্ভব। তাই তাঁরা পাশের উদয়ন আইডিয়াল স্কুলে ভোটকেন্দ্রটি স্থানান্তরের আবেদন করেন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাদমান সাকিব বলেন, এই মুহূর্তে ভোটকেন্দ্র স্থানান্তরের সুযোগ নেই। মাঠ থেকে পিলার সরিয়ে ফেলতে ঠিকাদারকে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার বলেন, উপজেলা প্রকৌশলীকে নির্বাচন কর্মকর্তা বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। নির্বাচনের আগেই কেন্দ্রটিকে ভোট গ্রহণের উপযোগী করা হবে।

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ

ঢাকা সড়ক পরিবহন: প্রশ্নবিদ্ধ কমিটিতেই চলছে মালিক সমিতির কার্যক্রম

৪০ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি

৮ বছরে শিশুহত্যা হয়েছে ৪০০০

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ, তবে বাজারে পিছিয়ে

দেশে ব্যবসায় ঘুষ–দুর্নীতিসহ ১৭ রকমের বাধা

বিদ্যালয়ের জমিতে ৩৯১টি দোকান, ভাড়া নেয় কলেজ