প্রেম ও অপরাধের গল্পে সীমান্ত সজল বানিয়েছেন ওয়েব ফিকশন ‘মেয়ে’। নির্মাতা জানান, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে মেয়ে-এর কাহিনি লেখা হয়েছে। শুটিং হয়েছে কিশোরগঞ্জ জেলার ভৈরব ও কুলিয়ারচরের বিভিন্ন লোকেশনে। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস্টিয়ানো তন্ময়, আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন।
ফিকশনটি নিয়ে ক্রিস্টিয়ানো তন্ময় বলেন, ‘চিত্রনাট্য পড়ার সময়ই সিদ্ধান্ত নিই কাজটা করার। এত সুন্দর গল্পে অভিনয় করার লোভ সামলানো কঠিন।’ আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘মেয়ের গল্প দর্শক নিজের জীবনের সঙ্গে রিলেট করতে পারবেন।’
অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু বলেন, ‘গল্পটার কিছু অংশ সত্য ঘটনা থেকে নেওয়া। গল্পটা ভালোবাসা ও সমাজের কিছু টানাপোড়েনের কথা বলার মধ্যে দিয়ে এগিয়ে যাবে। দর্শক নিজের জীবনকে দেখতে পাবে এই গল্পে আশা করা যায়।’
অভিনয়ের পাশাপাশি ফিকশনটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ আল সেন্টু ও মারশিয়া শাওন। আরও অভিনয় করেছেন মতিউর রহমান সাগর, সাইদুর রহমান বাবলু, শিখা কর্মকার, রাশেদা রাখি, সোহান আকরাম, আবুল হায়দার কাঞ্চন প্রমুখ।