ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের বিভাগে শেষ কবে টানা তিনবার শিরোপা জিতেছিলেন কে? উত্তর জাস্টিন হেনিন। বেলজিয়ান এই প্রতিযোগী ২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে জিতেছিলেন ফ্রেঞ্চ ওপেন। রোঁলা গারোয় মেয়েদের আরেকটি ফাইনালের আগে হেনিনকে টেনে আনার কারণ, আজ ফাইনাল জিতলেই ইগা শিয়াতেক ছুঁয়ে ফেলবেন হেনিনকে!
২০২২ ও ২০২৩ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন পোলিশ টেনিস তারকা শিয়াতেক। কোকো গফকে হারিয়ে এবার তিনি হ্যাটট্রিক শিরোপার দুয়ারে। ফাইনালে তাঁর প্রতিপক্ষ জেসমিন পাওলিনি। সেমিফাইনালে যিনি ৬-৩, ৬-১ গেমে রাশিয়ার মিরা আন্দ্রিভাকে হারিয়ে প্রথমবারের মতো উঠে এসেছেন কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে।
পাওলিনির প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালের বিপরীতে শিয়াতেকের ৪টি গ্র্যান্ড স্লাম জয়ের অভিজ্ঞতা। এই পার্থক্যই বলে দেয় আজকের ফাইনালে কে ফেবারিট। ফাইনালে কখনো হারের রেকর্ড নেই শিয়াতেকের।
আজকের ফাইনালে কী ব্যতিক্রম কিছু ঘটাতে পারবেন ইতালির ২৮ বছর বয়সী জেসমিন পাওলিনি? সেমিফাইনালে আন্দ্রিভার বিপক্ষে জয়ের পর আবেগ-আপ্লুত হয়ে পড়েছিলেন পাওলিনি, ‘ইতালির তারকাদের ফাইনাল খেলতে দেখেছি। দেখেছি গ্র্যান্ড স্লাম জিততে। কিন্তু আমার পক্ষে একটা ফাইনাল কল্পনা করা কঠিন ছিল।’